• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিটিসেলকে ১২৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ

প্রকাশ:  ২২ মে ২০১৮, ১৪:৪৯
নিজস্ব প্রতিবেদক

বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলকে বিটিআরসি প্রাপ্ত বকেয়া ১২৮ কোটি ছয় লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা অবিলম্বে পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সিটিসেলের এক আবেদনের চূড়ান্ত নিস্পত্তি করে মঙ্গলবার(২২ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। ।

আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন দুই আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব।

গত ৫ মার্চ মোবাইল ফোন অপারেটর সিটিসেলকে বিটিআরসি প্রাপ্ত বকেয়া ১২৮ কোটি ছয় লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। তবে আবারও সময় আবেদন করলে আদালত আজ তা খারিজ করে দেন। যার ফলে বিটিসিএলের প্রাপ্ত এই টাকা পরিশোধ করতেই হচ্ছে সিটিসেলকে।

গত ৩ নভেম্বর ১০০ কোটি টাকা পরিশোধের শর্তে বাংলাদেশে সবচেয়ে পুরোনো মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ।

এসএম

সিটিসেল,১২৮ কোটি টাকা,আপিল বিভাগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close