• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

রমজানে তীব্র যানজটের কবলে রাজধানী, দুর্ভোগ চরমে

প্রকাশ:  ২১ মে ২০১৮, ২০:৩৮ | আপডেট : ২১ মে ২০১৮, ২০:৪২
নিজস্ব প্রতিবেদক

সোমবার শেষ বিকেলে প্রচণ্ড যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন সড়ক। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।

জানা গেছে, রমজান মাস উপলক্ষে বর্তমানে সরকারি অফিসে কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ফলে অফিস ছুটির পরপরই হাজার হাজার মানুষ বাড়ি ফেরার তাগিদে ছোটাছুটি শুরু করে। বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা একযোগে রাস্তায় নামায় মারাত্মক যানজটের সৃষ্টি হচ্ছে।

এছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের ফলে রাজধানীর উত্তরা, ধানমণ্ডি ও মিরপুরসহ বিভিন্ন এলাকার রাস্তায় জলাবদ্ধতা যানজটের অন্যতম কারণ বলে জানা গেছে।

এদিকে, সবে মাত্র চার রোজা শেষ হয়েছে। এরই মধ্যে অতিরিক্ত যানজট নগরবাসীর মনে রীতিমতো ভীতির উদ্রেক হয়েছে। কারণ এখনও বেশিরভাগ নগরবাসী ঈদের কেনাকাটা করতে শপিংমলে যাচ্ছেন না। মাস শেষে বেতন পাওয়া মাত্রই বিশেষ করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পরিবার-পরিজনের ঢল নামবে। তখন রাস্তাঘাটে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে ভেবে শিহরে উঠছেন অনেকেই। -একে

যানজট,দুর্ভোগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close