• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তিন বছরের ‘অগ্রগতি’ তুলে ধরলেন মেয়র সাঈদ

প্রকাশ:  ১৬ মে ২০১৮, ১৭:৪৯
নিজস্ব প্রতিবেদক

তিন বছর আগে রাজধানীকে একটি আধুনিক নগরী হিসেবে রূপান্তরের অঙ্গীকার নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাঈদ খোকন। লক্ষ্য বাস্তবায়নের ‘অগ্রগতি’ ও ‘উন্নয়ন’ সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরলেন তিনি।

সম্পর্কিত খবর

    বুধবার (১৬ মে) নগরভবনে দায়িত্বভার গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমাদের নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও কার্যক্রমের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। সময়ের ব্যবধানে নানা ধরনের পরিবর্তন দৃশ্যমান হয়েছে। সামনে আরও দৃশ্যমান হবে।’

    তিনি বলেন, ‘আমাদের দায়িত্বভার গ্রহণকালে করপোরেশেনের সমুদয় রাস্তাঘাট ভেঙে-চুরে একাকার হয়ে গিয়েছিল, বর্জ্য ব্যবস্থাপনা ভেঙে পড়েছিল, মশা মারার ওষুধ একটুও মজুত ছিল না, সড়ক বাতি জ্বলত না। বিদ্যুৎ বিল বকেয়ার কারণে নগর ভবনের বিদ্যুৎলাইন পর্যন্ত বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছিল। এ রকম একটি অবস্থায় করপোরেশেন পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নগরবাসীকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেছেন।’

    মেয়র খোকন বলেন, ‘প্রধানমন্ত্রীর সহায়তা পেয়ে আমরা তিন বছরে নগরীর ভাঙাচোরা বেহাল রাস্তা, ফুটপাত, নর্দমা সংস্কার ও মেরামত, এলইডি বাতি সংযোজন, পাবলিক টয়লেট, পার্ক, খেলার মাঠ, কবরস্থান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ভবন (এসটিএস) নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, রাজস্ব উন্নয়ন, জলাবদ্ধতা ও যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ, সর্বস্তরের নাগরিকদের সচেতন, সম্পৃক্ত ও অংশগ্রহণের মধ্য দিয়ে ডিএসসিসির সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা এনেছি।

    তিনি আরো বলেন, ‘গত তিন বছরে আমরা নগরবাসীর আস্থা অর্জন করেছি। ঢাকার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তি হবে বলে আশা করা হচ্ছে।’

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close