• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

কোটা আন্দোলনকারীদের ফেসবুক গ্রুপ হ্যাকের অভিযোগ

প্রকাশ:  ১৫ মে ২০১৮, ০১:০৩
ঢাবি প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যে গ্রুপটি কোটা আন্দোলনকারীদের প্লাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল সেই গ্রুপটি হ্যাক হয়েছে।সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক নুরুল হক নূর তার ফেইসবুক আইডি থেকে লাইভে এসে একথা জানিয়েছেন।

আজ সারাদিন প্রজ্ঞাপনের দাবীতে কোটা আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করে রাখেন।রাতে প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধির আশ্বাসে তারা শাহবাগ ত্যাগ করেন। তবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষনা দিয়েছেন তারা।

সম্পর্কিত খবর

    পুর্বপশ্চিমের সাথে আলাপকালে নুরুল হক নুরু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,গ্রুপটি হ্যাক হওয়ার পর থেকে বিভিন্ন ফেইক আইডি খুলে অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে।

    এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে আগামীকালের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close