• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

কবি বেলাল চৌধুরীর মরদেহ শহীদ মিনারে

প্রকাশ:  ২৫ এপ্রিল ২০১৮, ১১:৩২
নিজস্ব প্রতিবেদক

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কবি বেলাল চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। বুধবার (২৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে বাংলা একাডেমি থেকে কবির মরদেহ সেখানে নেয়া হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে গ্রামের বাড়ি ফেনীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ষাটের দশকের আধুনিক কবি হিসেবে পরিচিত বেলাল চৌধুরী।

সম্পর্কিত খবর

    মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এই কবি। বেলাল চৌধুরী বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত 'ভারত বিচিত্রা'র সম্পাদক ছিলেন। ২০১৪ সালে তিনি একুশে পদক পান।

    এরআগে সকাল সাড়ে ১০টায় কবির মরদেহ বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হয়।

    /এসএম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close