• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ধর্ষকদের প্রতি মানবিক তসলিমা নাসরীন

প্রকাশ:  ২৩ এপ্রিল ২০১৮, ১৬:৪৯ | আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৭:৪৯
আন্তর্জাতিক ডেস্ক

নারী অধিকার নিয়ে সোচ্চার নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরীন এবার ধর্ষকদের প্রতি মানবিকতা দেখিয়েছেন। ভারতীয় আদালত ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণার পর এক অনুষ্ঠানে তিনি বলেছেন, মৃত্যুদণ্ড কখনও ধর্ষণের সমাধান নয়। এটা কোনো যৌন আচরণ নয়। বরং এটা একটি অন্যায়। তাই এটা সমূলে ধ্বংস করতে হবে।

শনিবার (২১ এপ্রিল) কেরালা অঙ্গরাজ্যে নিজের লেখা বই ‘স্প্লিট-এ লাইফ’ প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তসলিমা। মৃত্যুদণ্ড দিলেই ধর্ষণ বা অন্য কোনও অপরাধ কমে যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত খবর

    তসলিমা বলেন, মৃত্যুদণ্ড কখনও ধর্ষণের সমাধান নয়। সবারই বেঁচে থাকার অধিকার আছে। প্রত্যেকেরই ভালো মানুষ হওয়ার সুযোগ পাওয়া উচিত।

    তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও ধর্ষণ কমছে না। তাই আমাদের ছেলেদের সঠিকভাবে শিক্ষা দিতে হবে। তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলেই এ ধরনের অপরাধ থেকে তাদের দূরে রাখা যাবে।

    /এসএম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close