• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

এশাকে লাঞ্চনার অভিযোগে ২৬ শিক্ষার্থীকে কারণ দর্শানের নোটিশ

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৮, ১৯:২৭ | আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ২০:০১
নিজস্ব প্রতিবেদক

সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশাকে লাঞ্চনার অভিযোগে ২৬ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপাচার্য মো. আখতারুজ্জামান জানিয়েছেন বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবারের সভাতেই ঢাকা

সম্পর্কিত খবর

    বিশ্ববিদ্যালয় থেকে এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

    সুফিয়া কামাল হলের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপাচার্য। তবে ওই তদন্ত কমিটিতে কারা ছিলো তা প্রকাশ করা হয়নি।

    গত ১০ এপ্রিল রাতে সুফিয়া কামাল হলে মোর্শেদা খানমের পায়ের রগ কেটে দেয়ার খবর ছড়িয়ে পড়ার পর প্রথমে ছাত্রলীগ পরে বিশ্ববিদ্যালয় থেকে এশাকে বহিষ্কার করা হয়।

    ছাত্রলীগ পরবর্তীতে গত ১৩ এপ্রিল চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে এশার বহিষ্কারাদেশ তুলে নেয়। ১৬ এপ্রিল মোর্শেদাসহ সংগঠনের ২৪ নেত্রী ও কর্মীকে বহিষ্কার করে ছাত্রলীগ। এদের মধ্যে রয়েছেন সংগঠনের বর্তমান কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক খালেদা হোসেন মুন। তার অভিযোগ তাঁকে প্রতিহিংসার বশে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close