• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

'মুক্তিযোদ্ধাদের হতাশ না হওয়ার আহ্বান, যুক্ত হচ্ছে আরও তিন ভাতা'

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৮, ০১:২৭ | আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০২:৫০
চুয়াডাঙ্গা সংবাদদাতা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সরকারি চাকরিতে সাম্প্রতিক কোটা বাতিল বিষয়ে মুক্তিযোদ্ধাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা বর্তমানে মাসিক ভাতার পাশাপাশি দুটি উৎসবভাতা পাচ্ছেন।

এ ভাতার সঙ্গে অচিরেই বৈশাখী ভাতা, স্বাধীনতা দিবস ভাতা ও বিজয় দিবস ভাতা যুক্ত হতে যাচ্ছে।’ গতকাল সকালে চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সম্পর্কিত খবর

    তিনি উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী দেশে ফিরলেই আমরা মুক্তিযোদ্ধা সমাবেশের আহ্বান জানাব। সেখানে প্রধানমন্ত্রী নিশ্চয়ই মুক্তিযোদ্ধাদের নিয়ে তাঁর চিন্তা-ভাবনার কথা বলবেন।’

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, শিরিন নাঈম পুনম এমপি, পুলিশ সুপার মাহবুবুর রহমান, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মালিক ও আবু হোসেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close