• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৬ ক্রিকেটার, বাড়েনি বেতন

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০১৮, ২০:০৬ | আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২০:২২
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার। তারা হলেন সাব্বির রহমান রুম্মন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বি ও মোসাদ্দেক হোসেন সৈকত।

শুধু চুক্তি থেকে ৬জন বাদই নয়, ক্রিকেটারদের বেতন বাড়ানোর যে গুঞ্জন ছিল, সেটাও সত্য হয়নি। নতুন চুক্তিবদ্ধ ১০ ক্রিকেটারের কোনো বেতন-ভাতা বাড়ানো হয়নি।

সম্পর্কিত খবর

    বুধবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

    বিসিবি সভাপতি জানান, আগের চুক্তি থেকে রাখা হয়েছে ১০ জনকে। এর সঙ্গে যোগ হবেন তিন তরুণ খেলোয়াড়। বিসিবির নতুন চুক্তিতে থাকছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান ছাড়াও তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তবে নতুন চুক্তিতে কারা আসছেন সেটা জানা যায়নি।

    এদিনের সভায় আরো সিদ্ধান্ত হয়, আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আর ভেন্যু হবে ভারতের উত্তরখাণ্ড প্রদেশের দেরাদুনে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close