• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাবার দেওয়া তথ্যেই গ্রেফতার জঙ্গি মিতু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০১৮, ১৭:২৮ | আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৭:৩৩
নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে বাবার দেওয়া তথ্য অনুযায়ীয় ধরা পড়েছেন জেএমবি'র সক্রিয় সদস্য জান্নাতুল নাইম ওরফে মিতু (১৯)। বন্দর থানার সোনাকান্দা এলাকা থেকে তাকে সহ আরো দুই জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব।তারা হলেন মেহেদী হাসান ওরফে মাসুদ (২২) ও আকবর হোসেন সুমন (৩০)।

সম্পর্কিত খবর

    জেএমবি'র এই তিন সদস্যকে মঙ্গলবার গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উগ্রবাদি জিহাদী বই এবং লিফলেটও উদ্ধার করেছে র‌্যাব।

    বুধবার সিদ্ধিরগঞ্জের সদর দফতরে র‌্যাব-১১ এর সিও লেফটেনেন্ট কর্নেল মোঃ কামরুল হাসান সংবাদ সম্মেলনে জানান, গত ২ এপ্রিল সোনারগাঁওয়ের বাসিন্দা মো. নূরুল ইসলাম র‌্যাবের কার্যালয়ে এসে অভিযোগ করেন- তার মেয়ে জান্নাতুল নাইম ওরফে মিতু দুই বছরের শিশু সন্তান রোজাকে নিয়ে জঙ্গি সংগঠনে যোগ দিতে বাড়ি ছেড়ে চলে গেছে।

    কামরুল হাসান জানান, বাবার দেওয়া এ অভিযোগের পর থেকে মিতুকে নজরদারিতে রাখে র‌্যাব। মিতু প্রথমে বাড়ি ছেড়ে চট্টগ্রামে চলে যায়। সেখান থেকে তার সহযোগীদের নিয়ে নারায়ণগঞ্জে ফের জঙ্গি সদস্য সংগ্রহ করতে আসে।

    মিতুকে জঙ্গিবাদে সম্পৃক্ত হতে প্ররোচিত করে মেহেদী হাসান ওরফে মাসুদ ও আকবর হোসেন সুমন। পরে মিতু তার স্বামীকে ছেড়ে সন্তানকে নিয়ে জঙ্গিবাদে যোগ দেয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close