• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

তাসকিন দোয়া চাইলেন

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০১৮, ১২:৫৪
স্পোর্টস ডেস্ক

ক্রিকেটারদের ইনজুরি যেন পিছু ছাড়ছে না। নাসির হোসেন ও মুশফিকুর রহিম অদ্ভুত চোটে পড়েছেন। দুজনই ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছেন। খেলতে গিয়ে চোট পেয়ে মেহেদী হাসান মিরাজ মাঠের বাইরে আছেন।

ইনজুরির মিছিলে আছেন তাসকিন আহমেদও। এ কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে খেলতে পারবেন না তিনি। এখন আছেন পুনর্বাসনে। এবার দ্রুত মাঠে ফেরার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন দেশসেরা গতিতারকা।

সম্পর্কিত খবর

    অপ্পো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন। রাজধানীর একটি হোটেলে মোবাইল কোম্পানিটির নতুন হ্যান্ডসেট ‘এফ সেভেন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আপনাদের কাছে দোয়া চাই। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। বাংলাদেশের হয়ে খেলতে পারি।

    তিনি বলেন, আমার খেলা চলছিল। দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারি।

    তাসকিন এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। পিঠের পুরনো ব্যথা বেড়ে যাওয়ায় তাকে পুনর্বাসনে রেখেছে বিসিবি। পুরোপুরি সেরে উঠতে এক থেকে দেড় মাস লাগতে পারে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close