• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘আর্থিক সহায়তা পাবে নিহতদের পরিবার’

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০১৮, ১৫:৩২ | আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৬:৫৭
গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

এ ছাড়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচও বহন করা হবে বলে জানিয়েছেন তিনি। রোববার (১৫ এপ্রিল) দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সম্পর্কিত খবর

    মন্ত্রী জানান, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) চিফ ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামানের নেতৃত্বে এ তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ও গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ।

    রোববার দুপুরের দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন কমপক্ষে ৩০ জন।

    হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

    /এসএম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close