• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খালেদা গুরুতর অসুস্থ, চিকিৎসা না দেয়ার অভিযোগ

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০১৮, ১৩:৩০ | আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৩:৪৫
নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ হলেও এখনও পর্যন্ত তাকে কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের দেশনেত্রীকে তিলে তিলে নিঃশেষ করার জন্যই ষড়যন্ত্রের মাধ্যমে তাকে পরিকল্পিতভাবে সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। এখন তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হচ্ছে।

রোববার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সম্পর্কিত খবর

    রিজভী বলেন, সরকারি হুকুমেই বেগম জিয়ার জামিনকে স্থগিত করা হয়েছে, এসব ঘৃণ্য চক্রান্ত বাদ দিয়ে তাকে অবিলম্বে মুক্তি দিন। তার চিকিৎসা কিসে ভাল হয় সেটি তাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন। বেগম জিয়ার ইচ্ছানুযায়ী তার সুচিকিৎসা নিশ্চিত করুন।

    তিনি শনিবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, দেশের সবচেয়ে বড় অশুভ শক্তি বর্তমান মহাজোট সরকার। ভোটারবিহীন অগণতান্ত্রিক শক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট অশুভ শক্তি। মানুষ দিন গুনছে এই অশুভ শক্তির পতনের। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বৈরাচারীরা কী শুভ শক্তি?

    এ সময় রিজভী বিএনপির পক্ষ থেকে বেগম জিয়ার সুচিকিৎসার জন্য দ্রুত নিঃশর্ত মুক্তির জোর দাবি জানায়।

    /এসএম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close