• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভারতকে ১৬৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৮, ২১:৩১ | আপডেট : ১৮ মার্চ ২০১৮, ২১:৩৩
স্পোর্টস ডেস্ক

কলম্বোতে নিদাহাসের ফাইনালে ভারতকে ১৬৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সাব্বির রহমান। শেষ ওভারে ১৮ রান তুলে দলকে লড়াকু স্কোর এনে দেন মেহেদী হাসান মিরাজ। এক প্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিং করেন সাব্বির। ১৯তম ওভারে উনাদকাতের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৭।

আজ রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে টাইগাররা। ৭ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন মেহেদি হাসান মিরাজ। তার সঙ্গে তিন বলে কোন রান না করেই ক্রিজে ছিলেন মুস্তাফিজুর রহমান।

সম্পর্কিত খবর

    এদিন বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসেনি। গত ম্যাচে যে একাদশ ছিল সেই একাদশ নিয়েই মাঠে নামে টাইগাররা। অন্যদিকে ভারত একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। মোহাম্মদ সিরাজের বদলে একাদশে ঢুকেছেন জয়দেব উনাদকাত। ৪৯ বলে ৭৫ রানের ইনিংস খেলেন হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির। ৭টি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন এই ডান-হাতি ব্যাটসম্যান।

    এদিন কোনো রান না নিয়েই আউট হন রুবেল হোসেন। ৭ বলে ৭ রান করে রান আউট হয়েছেন দলপতি। তার আগে ১৬ বলে ২১ রান করে ফিরে গেছেন গত ম্যাচের সেরা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। ভুল বুঝাবুঝির কারণে রান আউট হয়েছেন তিনি। কিছুটা সাবধানি ব্যাটিং শুরু করে প্রথম চার জনই ক্যাচ আউট হয়েছেন। ৯ বলে ১১ রান করে লিটন কুমার দাস। ১৩ বলে ১৫ তামিম ইকবাল, ২ বলে ১ রান করে সৌম্য সরকার ও ১২ বলে ৯ রান করে মুশফিকুর রহিম আউট হন।

    ভারতের হয়ে যুজবেন্দ্র চাহাল তিনটি, জয়দেব উনাদকাত দুটি, ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট তুলে নেন।

    বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

    ভারত দল: শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, রোহিত শর্মা (অধিনায়ক), মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাত ও যুজবেন্দ্র চাহাল।

    সংক্ষিপ্ত স্কোর

    বাংলাদেশ ইনিংস: ১৬৬/৮ (২০ ওভার)

    (তামিম ইকবাল ১৫, লিটন দাস ১১, সাব্বির রহমান ৭৭, সৌম্য সরকার ১, মুশফিকুর রহিম ৯, মাহমুদউল্লাহ রিয়াদ ২১, সাকিব আল হাসান ৭, মেহেদী হাসান মিরাজ ১৯*, রুবেল হোসেন ০, মোস্তাফিজুর রহমান ০*; জয়দেব উনাদকাত ২/৩৩, ওয়াশিংটন সুন্দর ১/২০, যুজবেন্দ্র চাহাল ৩/১৮, শারদুল ঠাকুর ০/৪৫, বিজয় শঙ্কর ০/৪৮)।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close