• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিনেমা নেই তাই বাংলাদেশ-ভারত ফাইনাল দেখাবে জোনাকি হল

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৮, ১৪:০৯ | আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৫:০৩
মাকসুদুল হক ইমু

আগের মত দর্শক টানতে পারছে না বাংলা সিনেমা। তাই ক্রমেই দর্শক হারাচ্ছে দেশের সিনেমা হলগুলো। এ ব্যবসায় মন্দা কাটিয়ে উঠতে না পারায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হল। গত এক মাস ধরে নেই কোন নতুন হিট বাংলা ছবি। একের পর এক পুরাতন ছবি দিয়ে কোন রকমভাবে চালু আছে সিনেমা হলগুলি।

এ অবস্থায় যেসব সিনেমা হল চালু আছে সেগুলো অনেক প্রতিকূলতা মোকাবেলা করছে। তবে এবার এক অভিনব কায়দায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে রাজধানীর জোনাকি সিনেমা হল। কোনো ছবি নয়, এবার জোনাকি সিনেমা হল দেখানোর উদ্যোগ নিয়েছেন ক্রিকেট খেলা। চলমান নিদাহাস ট্রফি’র ফাইনাল খেলা দেখানো হবে পল্টনে অবস্থিত জোনাকি সিনামা হলের বড় পর্দায়। বাংলাদেশ বনাম ভারতের ফাইনাল ম্যাচের খেলা দেখার জন্য অবশ্য টিকিট কিনতে হবে ক্রিকেটপ্রিয় দর্শকদের। ডিসি সিটে বসে খেলা দেখলে প্রতি দর্শককে গুণতে হবে সত্তর টাকা (৭০/-) ও রিয়ার সিটে বসে খেলা দেখতে হলে টিকিট লাগবে ষাট টাকা (৬০/-)। সন্ধ্যা সাতটায় খেলা দেখানোর জন্য হলের গেট খোলা হবে।

সম্পর্কিত খবর

    এজন্য ইতিমধ্যেই হলের বাইরের গেটে লাগানো হয়েছে পোষ্টার। নাম প্রকাশে অনিচ্ছুক হলের একজন বলেন, ‘ নতুন সিনেমা নাই, হলে মানুষ আসেনা। পুরান ছবি মানুষ দেখতে চায় না, না পাইরা খেলা দেহান লাগতাসে। তাও যদি কিছু মানুষ হলে আয়’।

    সিনেমা হলের পর্দায় খেলা দেখানো নতুন কিছু নয়। এর আগেও বি পি এল এর সময় অনেক হলেই দেখানো হয়েছে খেলা। জোনাকি হলের এ উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছে অনেক ক্রিকেটপ্রিয় দর্শক।

    উল্লেখ্য, বর্তমানে জোনাকি সিনেমা হলে চলছে নির্মাতা দীপংকর দীপন পরিচালিত ও আরেফিন শুভ-মাহি অভিনীত ‘ঢাকা এ্যাটাক’ ছবিটি।

    /এটিএম ইমু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close