• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাবেয়া-রোকাইয়ার চিকিৎসার দুটি ধাপ সম্পন্ন, অস্ত্রোপচার তিন মাস পর

প্রকাশ:  ০১ মার্চ ২০১৮, ১৮:১৯
নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো

মাথা জোড়া লাগা অবস্থায় জন্ম নেওয়া পাবনার ১৮ মাস বয়সী দুই শিশুর রাবেয়া-রোকাইয়ার চিকিৎসার দুটি ধাপ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সোয়া নয়টায় ঢাকা মেডিকেলের সিসিইউতে হাঙ্গেরির দুই ডাক্তার স্টিফেন হিউডেক এবং অ্যান্ড্রোস সুকেসহ ২২ সদস্যের বিশেষজ্ঞ বোর্ড এই পরীক্ষা নিরীক্ষা শুরু করেন।

ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন এ বিষয়টি নিশ্চিত করে জানান, হাঙ্গেরি থেকে আশা দুই চিকিৎসক শুক্রবার বাংলাদেশ ছাড়বেন। তিন মাস পর তাঁরা আবারো আসবেন। এতদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে স্বাভাবিক চিকিৎসা চলবে।

সম্পর্কিত খবর

    তিনি বলেন, রাবেয়া-রোকেয়ার চিকিৎসার দুটি ধাপ সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন হাঙ্গেরির দুই ডাক্তার। প্রথম ধাপে পরীক্ষা-নিরীক্ষার পর দ্বিতীয় ধাপে শিশু দুটির সাধারণ যে রক্তনালী ছিল সেটি বন্ধ করে দেওয়ার পর তাদের নিজস্ব বিকল্প রক্তনালী সচল হয়েছে। এখন তারা সুস্থ রয়েছে।

    ‘তিনমাস পর ডাক্তাররা আবার আসবেন। তখন আরও জটিল অস্ত্রোপচার হবে। ততদিন আমাদের অধীনেই চিকিৎসা করা হবে রাবেয়া-রোকাইয়াকে’।

    পাবনা জেলার চাটমোহরের ১৮ মাস বয়সী দুই শিশু রাবেয়া-রোকাইয়া। স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেনের সহায়তায় গত ২০ নভেম্বর ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় শিশু দুটিকে।

    শিশু দুটির চিকিৎসার সম্পুর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close