• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

বিএনপি দুর্নীতিতে পাঁচ-পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ছিলো: কাদের

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৪ | আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৮
মুন্সিগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন- তারা দুর্নীতিতে পাঁচ-পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ছিলো। এখন তারা আবার যদি ক্ষমতায় আসতে পারে তাহলে আবার তারা দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে।তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে দিয়ে তাদের দুর্নীতি প্রবন মুখোশ উন্মোচিত করেছে।আজকে এটা পরিস্কার হয়ে গেছে যে, বিএনপি ক্ষমতায় আবার যেতে পারলে তারা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রুপ দিবে।

মন্ত্রী আরো বলেন, দন্ড ছাড়া একজন নেতাও কি নেই, তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা যেতো না? তারা দন্ডিত ব্যক্তিকে, দুর্নীতিবাজ ব্যক্তিকে, পলাতক ব্যক্তিকে বিএনপির চেয়ারপারসন করার মধ্যদিয়ে এটাই প্রমাণ হলো, এই দল ক্ষমতায় গেলে আবারো বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আবারো বাংলাদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার পরিকল্পনা তারা বাস্তবায়ন করবে।

সম্পর্কিত খবর

    মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকার ঢাকা মাওয়া মহাসড়কে বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনাকালে এসব কথা বলেন।মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে তাদের অপরাধ চরিত্র উন্মোচিত হওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়ে গেছে।

    তিনি বলেন- বিএনপির চেয়ারপারসন যদি নির্বাচনের যোগ্যতা হারিয়ে ফেলে, সে অবস্থায় বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার কোন সুযোগ সরকারের নেই। এসময় মহাসড়কে চলাচলরত ৬টি যানবাহনকে ট্রাফিক আইন অমান্য করায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আদালত-৭) এর মুহাম্মদ আব্দুর রহিম সুজন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close