• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

শেষ টি-টোয়েন্টি ম্যাচেও হারল বাংলাদেশ

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪১ | আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৮
স্পোর্টস ডেস্ক

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৭৫ রানের বিশাল জয় পেয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দেয়া ২১০ রানের জবাবে সব উইকেট হারিয়ে ১৩৫ রান করে টাইগার বাহিনী। সেই সাথে শ্রীলঙ্কার কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েই দুঃস্বপ্নের সিরিজের ইতি টেনেছে বাংলাদেশ।

আগের ম্যাচে দারুণ একটি ইনিংস খেলেছিলেন। এবার শূন্য রানেই আউট হয়ে গেলেন সৌম্য সরকার। প্রথম তিন বলে কোনো রান না পাওয়ায় চাপে পড়ে ধনঞ্জয়া ডি সিলভাকে তুলে মেরেছিলেন বাঁহাতি এই ওপেনার। সহজেই আকাশে ভেসে থাকা ক্যাচটি ধরে ফেলেন কুশল মেন্ডিস।

সম্পর্কিত খবর

    ইনিংসের প্রথম ওভারেই সৌম্য ফেরায় স্বভাবতই চাপে পড়ে গেছে ২১১ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ। এমন অবস্থায় উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন মুশফিকুর রহীমও। ৩ বলে ৬ রান করে মধুশঙ্কার শিকার হয়েছেন তিনি। মধুশঙ্কার একই ওভারের শেষ বলে ৫ রানে থাকা মোহাম্মদ মিঠুন ক্যাচ দিয়ে ফেরেন।

    দলীয় ৫৯ রানে আমিলা আপোনসোর বলে আকিলা ধনঞ্জয়ার হাতে ধরা পড়েন তামিম ইকবাল। ২৩ বল খেলে ২৯ রান করেন তিনি। দলীয় ৬৮ রানে জীভন মেন্ডিসের বলে এলবিডব্লিউ হন আরিফুল হক। তিন বল খেলে দুই রান করেন তিনি।

    দলীয় ১১০ রানে রান আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩১ বল খেলে ৪১ রান করেন তিনি। দলের রান যখন ১১৩ তখন ইসুরু উদানার বলে জ্যাফ্রে ভ্যান্দেরসের হাতে ধরা পড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি করেন ২০ রান।

    শেষ পযন্ত সব ক’টি উইকেট হারিয়ে ১৩৫ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। ফলে ৭৫ রানের বিশাল জয় পায় লঙ্কান বাহিনী।

    এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে লঙ্কান দুই ওপেনার দানুস্কা গুনাথিলাকা (৪২) ও কুশল মেন্ডিস (৭০) ৯৮ রানের জুটি করেন। তাও ১১ ওভারে। ১১তম ওভারের শেষ বলে গুনাথিলাকা হয়েছেন সৌম্য সরকারের প্রথম টি-টুয়েন্টি শিকার। এই ব্যাটসম্যান চতুর্থ ও সপ্তম ওভারে জীবন পেয়েছিলেন। তামিম ও খোদ মাহমুদউল্লাহ ক্যাচ ছেড়েছেন।

    অনভিজ্ঞ বোলিংয়ের সামনে এরপরও লঙ্কান ব্যাটসম্যানরা চড়াও হয়েই ব্যাট চালিয়ে গেছেন। ২৯ বলে ফিফটি করেছেন কুশল মেন্ডিস। গুনাথিলাকা ফিরে গেলে থিসারা পেরেরা তিন নম্বর পজিশনে চলে আসেন মারমার কাটকাট ব্যাটিংয়ের জন্য। মাত্র ১৭ বলে ৩১ রান এসেছে তার ব্যাট থেকে। শুরু থেকে ঝড়ের মুখে পড়া বাংলাদেশকে কিছুটা স্বস্তি দেন লোকাল বয় রাহী। ১৬তম ওভারে রাহী তার ক্যারিয়ারের প্রথম উইকেট হিসেবে লিখে রাখলেন পেরেরার নাম।

    কুশল মেন্ডিস তখনো ছিলেন। ওদিকে টানা দুই ওভারে সাফল্য মেলে বাংলাদেশের। ১৭তম ওভারে বিপজ্জনক কুশল মেন্ডিসের উইকেটটি নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৪২ বলে ৬ চার ও ৩ ছক্কায় মেন্ডিস দলকে দিয়ে গেছেন ৭০ রান।

    ১৭ ওভারে ৩ উইকেটে ১৬১ রান লঙ্কানদের। দুই নতুন ব্যাটসম্যান উপুল থারাঙ্গা দোর্দণ্ড প্রতাপে এরপরে তুলোধুনো করতে থাকেন প্রতিপক্ষ তরুণ বোলারদের। ১৮তম ওভারে রাহী দিলেন ১৬ রান। পরের ওভারে মোস্তাফিজ ১৯ রান দিলেন। শেষ ওভারটি ডেথ ওভারের দুর্ভাগা বোলার মোহাম্মদ সাইফ উদ্দিনের। প্রথম দুই বলে ১০। পরের বলে থারাঙ্গাকে (১৩ বলে ২৫) আউট করেছেন বোলার। এরপর আরো ৬ রান দিতে হয় সাইফ উদ্দিনকে।

    স্বাগতিক বোলারদের দুর্দশা স্পষ্ট হয়ে ওঠে মোস্তাফিজকে ৪ ওভারে যখন ৩৯ রান দিতে হয় তা দেখেই। রাহী ৪ ওভারে দিয়েছেন ৪৫ রান। মেহেদি ২ ওভারে ২৫ রান খরচ করেছেন। সাইফ উদ্দিনকে ৪ ওভারে দিতে হয়েছে ৪৬ রান। সৌম্য ২ ওভারে দিয়েছেন ২৫ রান। এর মধ্যে একমাত্র ব্যতিক্রম নতুন বলে শুরু করা বাঁহাতি স্পিনার নাজমুল হোসেন অপু। ৪ ওভারে ২৮ রান দিয়েছেন।

    সংক্ষিপ্ত স্কোর

    ফল: ৭৫ রানে জয়ী শ্রীলঙ্কা।

    শ্রীলঙ্কা ইনিংস: ২১০/৪ (২০ ওভার)

    (দানুশকা গুনাথিলাকা ৪২, কুসল মেন্ডিস ৭০, থিসারা পেরেরা ৩১, উপুল থারাঙ্গা ২৫, দাসুন শানাকা ৩০*, দিনেশ চান্দিমাল ২*; আবু জায়েদ রাহি ১/৪৫, নাজমুল ইসলাম অপু ০/২৮, মেহেদী হাসান ০/২৫, মোস্তাফিজুর রহমান ১/৩৯, মোহাম্মদ সাইফউদ্দিন ১/৪৬, সৌম্য সরকার ১/২৫)।

    বাংলাদেশ ইনিংস: ১৩৫ (১৮.৪ ওভার)

    (তামিম ইকবাল ২৯, সৌম্য সরকার ০, মুশফিকুর রহিম ৬, মোহাম্মদ মিথুন ৫, মাহমুদউল্লাহ রিয়াদ ৪১, আরিফুল হক ২, মোহাম্মদ সাইফউদ্দিন ২০, মেহেদী হাসান ১১, মোস্তাফিজুর রহমান ৮, আবু জায়েদ রাহি ২, নাজমুল ইসলাম অপু ১*; শিহান মাদুশানকা ২/২৩, আকিলা ধনঞ্জয়া ১/২০, দাসুন শানাকা ১/৫, থিসারা পেরেরা ০/৩৩, আমিলা আপোনসো ১/৩১, জীভন মেন্ডিস ১/৮, ইসুরু উদানা ১/১২, দানুশকা গুনাথিলাকা ২/৩)।

    প্লেয়ার অব দ্য ম্যাচ: কুসল মেন্ডিস (শ্রীলঙ্কা)।

    প্লেয়ার অব দ্য সিরিজ: কুসল মেন্ডিস (শ্রীলঙ্কা)।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close