• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‘এ ব্যপারে সরকার কোনও নাক গলাবে না’

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৩ | আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৮
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কোনও মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়নি। নতুন করে কোনও মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হবেও না।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকরা এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী এসব কথা বলেন। তিনি সেখানে যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ র‌্যালিতে অংশ নেন।

সম্পর্কিত খবর

    আইনমন্ত্রী আনিসুল হক মন্তব্য করেছেন মামলার সার্টিফায়েড কপির বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীরা যা বলেছেন— তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

    মন্ত্রী আরও বলেন, আমি যতটুকু শুনেছি বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তারা জজ সাহেবকে জিম্মি করে রায়ের কপির বিষয়ে কথা নেওয়ার চেষ্টা করেছেন।

    রায়ের কপি সম্পর্কে মন্ত্রী বলেন, রায়ের কপি ৬শ’ ৩২পৃষ্ঠা। এটা যুক্তি সঙ্গতভাবে টাইপ হতে যত দিন সময় লাগে, তত দিন উনারা (আদালত) সময় নেবেন। এর চেয়ে এক মিনিট বেশি রাখার জন্য সরকারের কোনও ইচ্ছা নেই। এ ব্যপারে সরকার কোনও নাক গলাবে না।

    পরে মন্ত্রী আখাউড়ায় দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল হকের মরদেহ দেখতে তার হীরাপুরে গ্রামের বাড়িতে যান। এসময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close