• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বিএনপি নেতা দুলু-শামা ওবায়েদসহ ৩ জনের আগাম জামিন

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৪৮ | আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০২:২৯
নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে নাশকতার ১৪ মামলায় চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সম্পর্কিত খবর

    আদালতে দুলুর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার আমিনুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বসির উল্লাহ।

    ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বসির উল্লাহ বলেন, ‘আমরা এই আগাম জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবো’।

    ২০১৫ সালে হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর ও শেরে বাংলানগর থানায় এসব মামলা দায়ের করা হয়।

    অন্যদিকে, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে নাশকতার সাতটি ও যশোরের ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা নাজমুনকে তিন মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

    মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এ আদেশ দেন। তাদরে পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সঙ্গে ছিলেন দেবাশীষ রায়।

    এ বিষয়ে নিতাই রায় চৌধুরী বলেন, শামা ওবায়েদের বিরুদ্ধে ২০১৭ ও ২০১৮ সালের বিভিন্ন সময়ে রমনা থানায় দায়ের করা সাতটি মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন।

    অন্যদিকে যশোরের ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা নাজমুনকে নাশকতার তিন মামলায় জামিন দেয়া হয়েছে বলেও জানান আইনজীবীরা।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close