• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

করণীয় নির্ধারণ করতে জোট নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক রাতে

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০১৮, ১৪:০২
নিজস্ব প্রতিবেদক

জিয়া এতিম খানা দুর্নীতি মামলার রায় পরবর্তীতে করণীয় নির্ধারণ করতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রোববার রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম জজ আদালত। বিএনপি-জামায়াত জোটের ২০০১-২০০৬ মেয়াদের সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের ওই মামলার প্রধান আসামি।

সম্পর্কিত খবর

    জানা গেছে, জোটের বৈঠকে মামলার রায় পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। রায়ে খালেদা জিয়ার শাস্তি হলে একধরনের আর শাস্তি না হলে আরেক ধরনের কৌশল নিয়ে মাঠে নামবে ২০ দলীয় জোট। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জোট নেতাদের সঙ্গে আলোচনা করে আগাম রাজনৈতিক কর্মসূচী নির্ধারণ করবেন খালেদা জিয়া।

    একই ইস্যুতে এরআগে শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। /মজুমদার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close