• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মঞ্জু পানিতে, আনিস বনে ও মেনন সমাজ কল্যাণে

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০১৮, ১৪:২১ | আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২১:০৬
নিজস্ব প্রতিবেদক

আবারো মন্ত্রীসভায় ব্যাপক রদবদল করা হয়েছে। নতুন চার মন্ত্রীর সঙ্গে পুরোনো মন্ত্রীদেরও দপ্তর পুনবন্টন করা হলো। বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের এই রদবদল করা হয়েছে।

জানা গেছে, বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে পানি সম্পদ, রাশেদ খান মেননকে বেসামরিক বিমান চলাচল থেকে সরিয়ে সমাজকল্যাণ ও পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে সরিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে নিযুক্ত করা হয়েছে।

সম্পর্কিত খবর

    ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে দেয়া হয়েছে তথ্যমন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এছাড়াও নতুন শপথ নেয়া মন্ত্রীদের মধ্যে নারায়ণ চন্দ্র চন্দকে মৎস্য ও প্রাণী সম্পদ ও মোস্তফা জব্বারকে ডাক- টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে সংযুক্ত করা হচ্ছে। শাহজাহান কামালকে বেসরকারি বিমান চলাচল ও কাজী কেরামত আলীকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

    ‘মানুষ হিসেবে আমার একটু তো লাগবেই’

    /মজুমদার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close