• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বার্নিকাটকে হত্যার হুমকি: আজম খানের ছেলে রিমান্ডে

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০১৭, ১২:৪৯ | আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৪:১৩
নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খানের ছেলে আইনান খানকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব। একদিন নিখোঁজ থাকার পর শনিবার বিকেলে তাকে গ্রেফতার দেখানো হয়। এ ব্যাপারে বিমান বন্দর থানায় মামলা হয়েছে। গতকালই আদালতের মাধ্যমে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

র‌্যাব সূত্র বলছে, শুক্রবার বিকেলে উত্তরা ১ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। মার্শা বার্নিকাটকে হত্যার হুমকির অভিযোগে আইনানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর

    এদিকে, ছেলে নিখোঁজ থাকার বিষয়ে গত শুক্রবার সকালে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আজম খানের স্ত্রী রাহেলা পারভীন।

    জিডিতে উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা থেকে আজম খান ও তাদের ছেলে আইনানকে অজ্ঞাত দুর্বৃত্তরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের কাছে আজম খানকে ছেড়ে দেওয়া হলেও আইনানকে নিয়ে যায় তারা।

    আজম খানেরপারিবারিক সূত্র দাবি করছে, আইনান ২০১৪ সাল থেকে মানসিক রোগে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। ধানমণ্ডির ভুঁইয়া একাডেমির আইন বিভাগে ভর্তি করলেও মানসিক সমস্যার কারণে সে পড়ালেখা প্রায় বন্ধ করে দিয়েছে।

    বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া জানান, শুক্রবার রাত ১২টার পর আইনানকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, মার্কিন রাষ্ট্রদূতকে টুইটারে হত্যার হুমকি দিয়ে আসছিলেন আইনান।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close