• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংবিধানে স্বাস্থ্যকে মৌলিক মানবাধিকার হিসাবে স্বীকৃতির দাবি

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০১৮, ১৪:৫৬
নিজস্ব প্রতিবেদক

সকলের জন্য সাশ্রয়ী মূল্যে এবং মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ এবং বাংলাদেশের সংবিধানে স্বাস্থ্যকে মৌলিক মানবাধিকার হিসাবে স্বীকৃতির দাবি উত্থাপন করে শনিবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সিরাক-বাংলাদেশ, ইউনিভার্সাল হেলথ কভারেজ কোয়ালিশন এবং বাংলাদেশ ইয়ূথ হেলথ এ্যাকশন নেটওয়ার্ক এর যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। টিএসসি থেকে র‍্যালিটি শুরু হয়ে শেষ হয় শাহবাগে।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তরুণদের সাথে একটি আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত তরুণরা বাংলাদেশে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় নানান বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশ এর ইয়ূথ প্রোগ্রাম এসোসিয়েট তাসনিয়া আহমেদ, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এস এন সামিউল হক, সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ, তারেক রহমানসহ আরও অনেকে।

সম্পর্কিত খবর

    একই সঙ্গে ময়মনসিংহের সদর উপজেলার পাটগুদাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব স্বাস্থ্য দিবসের র‍্যালি এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close