• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পুতিনকে ঢাকা সফরের আমন্ত্রণ জানালেন শেখ হাসিনা

প্রকাশ:  ২০ মার্চ ২০১৮, ১৩:২২
নিজস্ব প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে। সোমবার পাঠানো এক শুভেচ্ছা বার্তায় পুতিনকে অভিনন্দন জানান তিনি। একইসাথে পুতিনকে ঢাকা সফরের আমন্ত্রণও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন পুতিনের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রীর তরফ থেকে লেখা হয়, ‘আপনার গতিশীল নেতৃত্বে রাশিয়া ফেডারেশনে স্থিতিশীলতা, শান্তি, উন্নতি ও অগ্রগতি বজায় অব্যহত থাকবে। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে রাশিয়া এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সমৃদ্ধশালী ও বন্ধুত্বপূর্ণ হবে।’

সম্পর্কিত খবর

    রোববার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে জয় পান পুতিন। এর মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় এলেন ভ্লাদিমির পুতিন।

    সর্বশেষ ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ইউরেশিয়া- (এসেম) বৈঠকে যোগ দিতে গিয়ে দুই নেতার বৈঠকটি অনুষ্ঠিত হয়। তখনও তারা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আর্থ-সামাজিক সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেছিলেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close