• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিলম্বিতদের বিচার নিষ্পত্তির নির্দেশ

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৫ | আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৯
নিজস্ব প্রতিবেদক

যেসব বন্দি সাত বছরেরও বেশি সময় ধরে বিলম্বিত বিচারের ফলে বিভিন্ন কারাগারে রয়েছেন তাদের বিচার নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। দেশেরে আটটি বিভাগের ৬৮ কারাগারে বন্দি থাকা ১৩৯ জনের বিচার ৩১ অগাস্টের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাই কোর্ট।

সম্পর্কিত খবর

    সোমবার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী কুমার দেবুল দে ১৩৯ কারাবন্দির বিষয়টি নজরে আনলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

    ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহবুব মোর্শেদ এসময় আদালতে উপস্থিত ছিলেন।

    বিচারের দীর্ঘসূত্রতা বা বিলম্ব বিচারে সাত বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক ব্যক্তিদের তথ্য চেয়ে দেশের আটটি বিভাগের ৬৮টি কারাগারে গত বছরের ১৯ নভেম্বর চিঠি দেয় সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড।

    চিঠির পরিপ্রেক্ষিতে গত বছরের ৩১ ডিসেম্বর কারা কর্তৃপক্ষ ২৫৬ জনের তালিকা পাঠায়। সে তালিকা থেকে যাচাই-বাছায়ের পর রোববার ১৩৯ কারাবন্দির বন্দিদশা নজরে আনে লিগ্যাল এইড।

    দেবুল দে পরে সাংবাদিকদের বলেন, “আগামী ৩১ অগাস্টের মধ্যে এসব কারাবন্দিদের মামলা নিষ্পত্তির নির্দেশের পাশাপাশি আদালত বলেছে, এরপর এ নির্দেশনার বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটির কাছে সংশ্লিষ্ট বিচারকদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

    “এছাড়া সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তাকে এসব মামলায় সাক্ষীর হাজিরা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে। এতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।”

    লিগ্যাল এইড থেকে পাওয়া তালিকা অনুযায়ী, ঢাকা বিভাগে সাত বছরের বেশি সময় ধরে কারাবন্দি ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ০১ জন, খুলনা বিভাগে ০৫ জন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ০৮ জন।

    /আজাদ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close