• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশে শিক্ষা ও বিনিয়োগ সহযোগিতা বাড়াবে চীন

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ০১:৩৯
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে শিক্ষা ও বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে চীন। দেশটি বাংলাদেশিদের কর্মদক্ষতা বাড়াতে ফেলোশিপ দিচ্ছে। ইতোমধ্যে ছয়শ'র অধিক বাংলাদেশিকে ফেলোশিপের সুযোগ দিয়েছে চীন। ভবিষ্যতে এই সুযোগ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন চীনা দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কনস্যুলার লি গুয়াংজুন।

শনিবার (১৭ নভেম্বর) রাজধানীর হোটেলে বাংলাদেশ ও চীনের যৌথ আয়োজনে ফেলোশিপ সংবর্ধনায় এসব কথা বলেন তিনি। এ অনুষ্ঠানে ফেলোশিপ সম্পন্ন করা ২০ জনকে সংবর্ধনা দেয়া হয়।

লি গুয়াংজুন বলেন, চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। আমরা বাংলাদেশের অর্থনীতিকেও এগিয়ে নিতে কাজ করবো। বাংলাদেশের শিক্ষার্থী ও কর্মজীবিদের মানবসম্পদ গড়তে নানারকম প্রশিক্ষণ সহযোগিতা দেয়া হচ্ছে। পরবর্তীতে এ সুযোগ আরও বাড়ানো হবে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জহিরুল হক। তিনি বলেন, চীন বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। চীনের সহায়তায় অর্থ-বাণিজ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতে উন্নত প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের উন্নয়নে সহায়তা করে যাচ্ছে।

সচিব আরও বলেন, চীনের সহায়তায় কূটনৈতিক, মেডিকেল-স্বাস্থ্য, সমুদ্র বিজ্ঞান, কৃষি, বিনিয়োগ ও বাণিজ্য, অবকাঠামো, উৎপাদনের সামর্থ্য বৃদ্ধি, আইসিটি, পাবলিক ম্যানেজমেন্ট, পাবলিক সিকিউরিটি ইত্যাদি বিষয়ে ফেলোশিপ, শর্ট কোর্সের সুযোগ করে দেয়া হচ্ছে।

/রবিউল

বাংলাদেশ,চীন,ফেলোশিপ,লি গুয়াংজুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close