• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাবির ‘ঘ’ ইউনিটের দ্বিতীয় ভর্তি পরীক্ষা শেষ

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০১৮, ১৬:৫৯
ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

শুক্রবার (১৬ নভেম্বর) বিকেল ৩টা থেকে ঢাবি ক্যাম্পাসে মোট ১৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা শুরু হয়। তা চলে বিকেল ৪টা পর্যন্ত। এবার মোট ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এ পুন‍ঃভর্তি পরীক্ষায়।

এর অাগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এ ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করেবে। ভর্তি পরীক্ষার সিটপ্ল্যান admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর ঢাবির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। পরবর্তীতে তদন্তে অভিযোগ প্রমাণ হয়।

বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির তদন্ত শেষে ভর্তিতে স্বচ্ছতা বজায় রাখতে এই ইউনিটে উত্তীর্ণদের পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

/এসএফ

ঢাকা বিশ্ববিদ্যালয়,পরীক্ষা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close