• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেনীতে বাস উল্টে নিহত ২

প্রকাশ:  ১১ নভেম্বর ২০১৮, ১২:৩০
ফেনী প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ছনুয়া এলাকায় হিলবার্ড নামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (১১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ফেনী থেকে খাগড়াছড়িগামী হিলবার্ড (ফেনী-জ ০৪-০৫৯১) নামের যাত্রীবাহী বাস ছনুয়া ইউনিয়নের মীর বাড়ি নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ফুলগাজী উপজেলার বরইয়া গ্রামের নুরুল হকের ছেলে ব্যাংক কর্মকর্তা নুরুল আমিন (৩৫), ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের মৃত ছানু মিঞার ছেলে সিদ্দিকুর রহমান (৪৫) নামে দুই যাত্রী নিহত হন।

এসময় আহত হয়েছে অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের সড়ক দুঘটনায় দুইজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহবুবুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধারে কাজ করছে।

/পি.এস

ফেনী,বাস উল্টে নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close