• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জোটগত নির্বাচন করতে চাইলে তিনদিনের মধ্যে জানাতে হবে: ইসি সচিব

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০১৮, ১৫:১৯ | আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৫:২৩
নিজস্ব প্রতিবেদক

জোটগতভাবে নির্বাচন করতে চাইলে আগামী তিন দিনের মধ্যে কমিশনকে অবগত করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, জোটগতভাবে নির্বাচন করতে চাইলে তিন দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে। আজকেই দলগুলোকে এ বিষয়ে জানাতে চিঠি দেয়া হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, প্রতীক বরাদ্দের আগে কেউ নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবে না। আগামী সাত দিনের মধ্যে আগাম প্রচার-প্রচারণা সংক্রান্ত বিষয়াদি সরিয়ে ফেলতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

অনিবন্ধিত রাজনৈতিক দলের নেতারা নির্বাচন করতে পারবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আইনে নেই। কিন্তু কোনো নিবন্ধিত রাজনৈতিক দল যদি কোনো অনিবন্ধিত দলের প্রার্থীকে নমিনেশন দেয়, তাহলে তো আমরা বাধা দিতে পারব না।

নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর সদস্যরা নির্বাচন করতে পারবে কি না- এ প্রসঙ্গে হেলালুদ্দীন আহমদ বলেন, তারা অন্য কোনো দলের প্রতীকে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলে তাদেরকে আটকানোর মতো আইন বাংলাদেশে নেই।

/একে

নির্বাচন কমিশন (ইসি)
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close