• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১৩

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০১৮, ২২:০৪
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি বারে একজন বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। গুলি বর্ষণের সময় বারটিতে কলেজ ছাত্র দিয়ে ভর্তি ছিল। গোলাগুলির ঘটনায় বন্দুকধারীও মারা গেছে।

বলা হচ্ছে- বন্দুকধারী ব্যক্তি গোলাগুলি শুরুর আগে স্মোক গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এরপর গণহারে গুলি চালায়। বারটিতে অন্তত ২০০ ব্যক্তি ছিল। নিহতদের মধ্যে ভেনটুরা কাউন্টি শেরিফের একজন পুলিশও রয়েছে।

ভেনটুরা কাউন্টির শেরিফ জিওফ ডিন বলেন, যেখানে-সেখানে রক্ত পড়ে রয়েছে এবং সেখানকার অবস্থা খুবই ভয়াবহ।

হামলাকারীর পরিচয় স্পষ্ট নয় তবে সে কালো কোট পরা ছিল এবং তার মুখে দাঁড়ি ছিল। সে পুলিশের সঙ্গে গোলাগুলির সময় মারা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারী ব্যক্তি বারের ভেতরে হামলা শুরুর আগে দরজায় প্রহরীকে গুলি করে। তারপর কয়েকটি স্মোক গ্রেনেড ছোঁড়ে এবং গুলি চালায়। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রে এ ধরনের গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনা এখন অনেকটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে গোলাগুলির ঘটনায় যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে ৩৩ হাজার মানুষ মারা যায়।

/রবিউল

যুক্তরাষ্ট্র,দক্ষিণ ক্যালিফোর্নিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close