• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‌‘বেগম জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে চাইছে সরকার’

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০১৮, ১৬:৪৭ | আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৬:৫৭
নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বলেছেন, কোনো নোটিশ ছাড়াই খালেদা জিয়াকে ফের কারাগারে নেওয়া হয়েছে। এতে প্রমাণ হয় সরকার তাকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে চাইছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ একথা বলেন।

সংবাদ সম্মেলনে তারা মন্তব্য করেন, আদালতকে না জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে স্থানান্তর করা আদালত অবমাননার শামিল।

এ সংবাদ সংবাদ সম্মেলন থেকে ১৭ নভেম্বর আইনজীবীদের মহাসমাবেশের কর্মসূচীও ঘোষণা করা হয়।

এদিনের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্মসম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মো. ফারুক হোসেন, সমিতির সহসভাপতি গোলাম মোস্তফা, গোলাম রহমান ভূঁইয়া, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সিনিয়র সহ সম্পাদক কাজী মো. জয়নুল আবেদীন, সদস্য মাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার শফিউল আলম মাহবুব, আহসান উল্লাহ, মেহেদী হাসান ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমানসহ বিএনপি সমর্থিত আইনজীবীরা।

/রবিউল

সুপ্রিম কোর্ট,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি,খালেদা জিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close