• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কোটা বহালের দাবিতে ফের শাহবাগ অবরোধ

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৮, ১৬:৫৭ | আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৭:০৩
নিজস্ব প্রতিবেদক

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ কয়েকটি সংগঠন। শনিবার (৬ অক্টোবর) বেলা ৩ টার দিকে তারা আবারও মোড় অবরোধ করে। এ সময় সেখানে বিক্ষোভ করতে দেখা গেছে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের।

এদিকে অল্প সংখ্যাক মানুষের এই অবরোধের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সর্বস্তরের মানুষ। তবে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

উল্লেখ্য, বুধবার (২ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার।

/রবিউল

মুক্তিযোদ্ধা কোটা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close