• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শাহজালালে ফের ১০৭ কেজি ‘খাট’ জব্দ

প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩২
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ১০৭ কেজি ‘খাট’ মাদক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে আসা জেট এয়ারওয়ের একটি ফ্লাইট থেকে ৬ কার্টন খাট জব্দ করা হয়।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, দুপুর ১টায় ভারত থেকে আসা জেট এয়ারওয়ের একটি ফ্লাইটে ৬টি সন্দেহজনক কার্টন আসে। কার্টনগুলোকে পর্যবেক্ষণে রাখা হয়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতিতে সন্ধ্যা ৭টায় কার্টনগুলো খোলা হয়। এতে ‘গ্রিন টি’র মতো দেখতে পণ্য দেখা যায়, যা মূলত ইথোপিয়ান গাঁজা বা খাট।

তিনি আরও জানান, এ মাদক চালানের রফতানিকারক ইথিওপিয়ার কাজালি জামাল আহমেদ ও আমদানিকারক মাহবুবুর রহমান (হাউস নং-৪০/১-ডি, ভি আই পি রোড, নয়াপল্টন, ঢাকা)।

উল্লেখ্য, এটি এনপিএস মাদকের আটক হওয়া পঞ্চম চালান। পরে মাদকসহ জব্দ কার্টনগুলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।

-একে

খাট,মাদক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close