• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মালয়েশিয়ায় ঘুষ দেয়ার অপরাধে বাংলাদেশির জেল

প্রকাশ:  ১০ আগস্ট ২০১৮, ১০:৫০
আহমাদুল কবির (মালয়েশিয়া)

মালয়েশিয়ায় ৭০ হাজার টাকা ঘুষ দেওয়ার অপরাধে বাংলাদেশি মোঃ ইমরান আবদুল্লাহ (৪৮) কে এক মাসের জেল ও ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

বুধবার ৯ই আগস্ট বিচারক মাদিনাহ হারুল্লার আদালতে ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক মাসের কারাদণ্ড এবং মালায় রিংগিত ১৭ হাজার ৫০০(টাকা ৩ লক্ষ ৭০ হাজার) আদেশ প্রদান করেন কুয়ালালামপুরের আদালত।

গত ৪ ই আগষ্ট সেরেমবানের রাসা বাজারের কলেজ উচ্চতা গার্ডেন পাশে অবস্থিত মুদি দোকানে অভিযান চালায় মন্ত্রিপরিষদ মন্ত্রণালয়ের আইন প্রয়োগকারী সংস্থা (কেপিডিএনএইচইপ) আটককৃত বাংলাদেশির বিরুদ্ধে ঘুষ দেয়ার অপরাধে পুলিশ সাত দিনের রিমান্ডে আবেদন করলে বিজ্ঞ বিচারক নুর হায়য়াতি মোহাম্মদ সাইনির আদালতে আসামির রিমান্ডমঞ্জুর করেন।

পুলিশ জানায়, মালয়েশিয়ায় বিবাহিত ওই বাংলাদেশির দোকানে অভিযান চালানোর সময় লাইসেন্স বহির্ভূত রান্না করার তেল, আটা ও গ্যাস বিক্রি করার অনুমতি না থাকলেও সে দীর্ঘ দিন বিক্রয় করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযানে গেলে ঐ বাংলাদেশি মালাই রিংগিত ৩ হাজার ৫০০শত ( টাকা ৭১ হাজার) ঘুষ প্রদান করলে দণ্ডবিধির ১৭ বি ২০০৯ (এসপিআরএম) ঘুষ দেওয়ার অপরাধে গ্রেফতার করে আদালতে ৭ দিনের রিমান্ডমঞ্জুর করে।

ওএফ

আটক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close