• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ব্রিটিশ প্রধানমন্ত্রী হত্যাচেষ্টায় জড়িত বাংলাদেশি তরুণ

প্রকাশ:  ১৯ জুলাই ২০১৮, ১৫:৩৭ | আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৫:৫৩
নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যা পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত নাইমুর জাকারিয়া রহমানকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বুধবার (১৮ জুলাই) তাকে ওল্ড বেইলি কোর্টে দোষী সাব্যস্ত করা হয়। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এরআগে ২০১৭ সালের ২৮ নভেম্বর নাইমুর রহমান নামের ওই তরুণকে গ্রেফতার করা ইংল্যান্ডের পুলিশ। পুলিশের অভিযোগ ছিল বৃটিশ প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের অফিসের ফটকে বিস্ফোরণ ঘটানো এবং ভবনের ভেতরে ঢুকে তাকে হত্যার পরিকল্পনা করছিলো সে। ছুরি, পিপার স্প্রে এবং সুইসাইড ভেস্ট ব্যবহার করে হত্যা করতে চেয়েছিল ২০ বছর বয়সী নাইমুর। সে উত্তর লন্ডনের বাসিন্দা।

ওল্ড বেইলি আদালতে নাইমুরের সহিংস পরিকল্পনার বিস্তারিত নিয়ে শুনানি হয়। সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের প্রস্তুতি নেওয়ার অপরাধে বুধবার (১৮ জুলাই) আদালত তাকে দোষী সাব্যস্ত করে।

মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম কমান্ডের প্রধান ডিন হায়ডন বলেন, নাইমুরের এক চাচা আইএস সদস্য। সে সিরিয়ায় আছে। তার সঙ্গে নাইমুরের যোগাযোগ ছিল। সেই মূলত নাইমুরকে ব্রিটেনে হামলা চালাতে প্ররোচিত করেছে। দুই বছর ধরে এ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলো নাইমুর। তবে গত গ্রীষ্মে এক ড্রোন হামলায় তার সেই চাচা মারা যায়।

পৃথক সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনায় মোহাম্মদ আকিব ইমরান নামের এক ব্যক্তিকে সহায়তার অভিযোগও রয়েছে নাইমুরের বিরুদ্ধে। ২১ বছর বয়সী মোহাম্মদ আকিব ইমরান পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানা গেছে। নাইমুরকে গ্রেফতারের সময় আকিবও গ্রেফতার হয়।

/আরকে

থেরেসা মে,রয়টার্স,ইংল্যান্ড,নাইমুর জাকারিয়া রহমান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close