• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে বেলজিয়াম

প্রকাশ:  ২৩ জুন ২০১৮, ১৮:৫২ | আপডেট : ২৩ জুন ২০১৮, ২০:২৪
স্পোর্টস ডেস্ক

গোলের খেলা বলা হয় ফুটবলকে। বেলজিয়াম-তিউনিসিয়া ম্যাচের প্রথমার্ধে বহুল আকাঙ্খিত গোলের দেখা পেয়েছে দু'দলই। ৩-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বেলজিয়াম।

বল মাঠে গড়ানোর অল্পসময়ের মধ্যেই এগিয়ে যায় বেলজিয়াম। ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামকে ১-০ গোলে এগিয়ে দেন দলটির অধিনায়ক এডেন হ্যাজার্ড। এরপর ১৬ত মিনিটে ব্যবধান ২-০ করেন রোমেলু লুকাকু। ১৮তম মিনিটে অবশ্য ব্যবধান কমিয়ে আনে তিউনিসিয়া। গোলটি করেন ডিলন ব্রোন।

তবে ম্যাচের ৪৮ মিনিটে বেলজিয়ামের হয়ে তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে তিউনিশিয়াকে ভালোভাবেই ব্যাকফুটে ঠেলে দেন লুকাকু।

আজ জয় পেলে দ্বিতীয় রাউন্ডের পথে অনেকটা এগিয়ে যাবে বেলজিয়াম। অন্যদিকে, টিকে থাকার লড়াইয়ে তিউনিশিয়ার জয়ের বিকল্প নেই।

গত ১৪ জুন শুরু হয়েছে রাশিয়া বিশ্বকাপ। টুর্নামেন্টে ইতোমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে রাশিয়া, উরুগুয়ে, ফ্রান্স ও ক্রোয়েশিয়া। আর ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে মরক্কো, সৌদি আরব, মিসর, পেরু ও কোস্টারিকার। আগামী ২৮ জুন শেষ হবে গ্রুপ পর্বের খেলা। ৩০ জুন শুরু হবে নকআউট পর্ব। আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই। /এস এস

বিশ্বকাপ,গোল,বেলজিয়াম,তিউনিশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close