• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

মূল্য সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০১৮, ১৩:২৪ | আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৩:৩৭
বিজনেস ডেস্ক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৭১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

সম্পর্কিত খবর

    ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২০৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৯ পয়েন্টে।

    অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close