• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডিএসইতে দেড় ঘণ্টায় লেনদেন ১৬৭ কোটি টাকা

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০১৮, ১৪:৪১
বিজনেস ডেস্ক

দেশেল প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে চলছে লেনদেন। মঙ্গলবার (৬ নভেম্বর) ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে ১৬৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

সম্পর্কিত খবর

    ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২০৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪৯ পয়েন্টে।

    অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৯৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close