• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মূল্য সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০১৮, ১৪:২৬
নিজস্ব প্রতিবেদক

দেশেল প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। সোমবার (৫ নভেম্বর) ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ডিএসইতে ২১০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

সম্পর্কিত খবর

    ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৬ পয়েন্টে।

    অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৩৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close