• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সপ্তাহের দ্বিতীয় সূচকের বড় পতনে লেনদেন শেষ

প্রকাশ:  ২২ অক্টোবর ২০১৮, ১৬:১৬
বিজনেস ডেস্ক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। সোমবার (২২ অক্টোবর) ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৭৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ২০৩ পয়েন্ট। এদিকে ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৪৩৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪ কোটি ২৭ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৪৩৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২৩৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭৯ পয়েন্ট কমে ৫ হাজার ২৫১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫৯ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২০৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।

ওএফ

ডিএসই,লেনদেন,সূচক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close