• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফের বেড়েছে সবজির দাম

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৮, ১৪:২২
নিজস্ব প্রতিবেদক

গত সপ্তাহের তুলনায় রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে প্রতি কেজি সবজিতে ৫ টাকা থেকে ১০ টাকা বেড়েছে।

শুক্রবার (৫ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর কাঁচাবাজর ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সম্পর্কিত খবর

    বাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, করলা ৫০ টাকা, গাজর ৮০ টাকা, দেশি গাজর ৬০ টাকা, আলু ২৮ টাকা, প্রতি পিস বাঁধাকপি আকারভেদে ৪০ টাকা, প্রতি পিস ফুলকপি ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা। বেগুনের দাম গত সপ্তাহের তুলনায় ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। এছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ১০ টাকা বেড়ে ৮০ টাকা, টমেটো ৯০ টাকা, ভেণ্ডি ৪০ টাকা, পটল ৪০ টাকা, বরবটি ৫৫ টাকা এবং কাকরোল বিক্রি হচ্ছে ৬০ টাকা, সিম ১২০ টাকা।ধনিয়াপাতা কেজি ১৬০ টাকা, কাচ কলা হালি ৪০ টাকা, লাউ প্রতি পিস আকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, এছাড়া কচুর ছড়া ৫০ টাকা, লেবু হালি ৩০ টাকা।

    তবে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম। রাজধানীর বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৪০ টাকা, কক মুরগি ২১০ টাকা থেকে ৩০০ টাকা পিস। গরুর মাংস ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারণ করা দামেই।

    /রবিউল

    কাঁচাবাজার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close