• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সপ্তাহজুড়ে ডিএসই’র ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিয়েছে ৩১ প্রতিষ্ঠান

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৩
বিজনেস ডেস্ক

দেশের প্রধান পুঁজিবাজারে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিয়েছে ৩১টি প্রতিষ্ঠান। সপ্তাহের পাঁচ কার্যদিবসে (১৬-২০ সেপ্টেম্বর) এসব প্রতিষ্ঠানের ৩৫ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০টি রয়েছে কোম্পানি এবং একটি মিউচ্যুয়াল ফান্ড। ব্লকের লেনদেনে অংশ নেয়া একমাত্র মিউচ্যুয়াল ফান্ডটি হলো- এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে এ ফান্ডটির ইউনিট লেনদেন হয়েছে ২৩ লাখ ৮০ হাজার টাকা।

ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্যারামাউন্ট টেক্সটাইল, প্রাইম ব্যাংক, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, ন্যাশনাল লাইফ, অলিম্পিক, বিডি ফাইন্যান্স, গ্রামীণ ফোন, ইউনাইটেড ফাইন্যান্স, খুলনা পাওয়ার, ইনটেক, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, সিঙ্গারবিডি, ইউনাইটেড পাওয়ার, বিডিকম, আরএসআরএম স্টিল, বিডি থাই, আরডি ফুড, ভিএফএস থ্রেড ডাইং, স্টাইলক্রাফট, রিজেন্ট টেক্সটাইল, পেনিনসুলা চিটাগাং, শাশা ডেনিমস, এমজেএল বিডি, সামিট পাওয়ার, ফু-ওয়াং সিরামিক, ইফাদ অটোস, উসমানিয়া গ্লাস, সিনোবাংলা, ড্রাগন সোয়েটার এবং প্রগতি লাইফ।

কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে টাকার অঙ্কে সব থেকে বেশি শেয়ার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। কোম্পানিটির ছয় কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের চার কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। চার কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে পরের অবস্থানে রয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকো।

এ ছাড়া ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চার কোটি সাত লাখ ৬০ হাজার টাকা, অলিম্পিকের দুই কোটি ১২ লাখ টাকা, বিডি ফাইন্যান্সের এক কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা, গ্রামীণ ফোনের এক কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা, ইউনাইটেড ফাইন্যান্সের এক কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকা, খুলনা পাওয়ারের এক কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা, ইনটেকের এক কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের এক কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকা এবং সিঙ্গারবিডির এক কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাকি কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে কোটি টাকার নিচে। এর মধ্যে ইউনাইটেড পাওয়ারের ৩৫ লাখ ৬০ হাজার টাকা, বিডিকমের ২৮ লাখ ৯০ হাজার টাকা, আরএসআরএম স্টিলের ২৮ লাখ ৪০ হাজার টাকা, বিডি থাইয়ের ২২ লাখ ৭০ হাজার টাকা, আরডি ফুডের ২২ লাখ টাকা, ভিএফএস থ্রেড ডাইংয়ের ২১ লাখ ৫০ হাজার টাকা, স্টাইলক্রাফটের ১৭ লাখ টাকা, রিজেন্ট টেক্সটাইলের ১৬ লাখ টাকা, পেনিনসুলা চিটাগাংয়ের ১১ লাখ ৯০ হাজার টাকা, শাশা ডেনিমসের ১০ লাখ ৯০ হাজার টাকা এবং এমজেএল বিডির ১০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দশ লাখ টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- সামিট পাওয়ারের আট লাখ ৭০ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকের ছয় লাখ ৭০ হাজার টাকা, ইফাদ অটোসের ছয় লাখ ৫০ হাজার টাকা, উসমানিয়া গ্লাসের ছয় লাখ ৫০ হাজার টাকা, সিনোবাংলার ছয় লাখ ১০ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের পাঁচ লাখ ৩০ হাজার টাকা এবং প্রগতি লাইফের পাঁচ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ওএফ

ডিএসই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close