• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

প্রকাশ:  ১৯ আগস্ট ২০১৮, ১৫:৫১
বিজনেস ডেস্ক

দেশের প্রধান পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে রোববার ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৫৬০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২০ কোটি ১৯ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৫৮০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৮৩টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৩৮ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির শেয়ার দর।

ওএফ

ডিএসই,সিএসই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close