• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন

প্রকাশ:  ১৯ আগস্ট ২০১৮, ১৪:৩১
বিজনেস ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন হলেও বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। রোববার বেলা ১২টা ১৩ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৫৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এই সময়ে ডিএসইতে ২৩৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সময়ে ডিএসইতে ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৮৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২৫ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯০২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

ওএফ

সূচক,লেনদেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close