• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উভয় বাজারে সূচকের সাথে কমেছে লেনদেনও

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৮, ১৫:৫৬ | আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৬:০৪
বিজনেস ডেস্ক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সোমবার ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৬৪৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৭০ কোটি ১৬ লাখ টাকা কম। রোববার ডিএসইতে ৮১৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২০০টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৮৪ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫৩৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর।

ওএফ

লেনদেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close