• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সূচকের ব্যাপক উত্থানে চলছে লেনদেন

প্রকাশ:  ১১ জুলাই ২০১৮, ১৪:১৮
নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে চলছে লেনদেন। বুধবার ১১ (জুলাই) ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৫৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৫২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৪৭ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ২২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৭৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

ওএফ

ডিএসই,সিএসই,লেনদেন,সূচক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close