• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এবার হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন

প্রকাশ:  ০২ নভেম্বর ২০১৮, ১৬:৩০
পূর্বপশ্চিম ডেস্ক

এবার হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে ফেসবুক। মেসেজিং অ্যাপটির ‘স্ট্যাটাস’ ফিচারে চালু হবে বিজ্ঞাপন। এর আগে মেসেঞ্জারেও বিজ্ঞাপন ব্যবস্থা চালু করা হয়।

ইকোনোমিক টাইমসের বরাত দিয়ে দ্য ভার্জ এ তথ্য জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন চালুর বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। অনেকে এটাকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে। তবে শেষ পর্যন্ত বিজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াটসঅ্যাপের ভাইস প্রেসিডেন্ট ক্রিস ড্যানিয়েল।

এ সম্পর্কে ডেনিয়েল বলেন, হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসায়ীরা মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাবে। অবশ্য ঠিক কবে এটা চালু হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। গত বছরের শুরুতে হোয়াটসঅ্যাপে ‘স্ট্যাটাস’ ফিচার চালু হয়। এরপরই ব্যাপক জনপ্রিয়তা পায় এটি। এই ফিচার ব্যবহার করে টেক্সট, ফটো ও ভিডিও শেয়ার করা যায়। শেয়ার করার ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় এগুলো। ‘স্ট্যাটাস’ ফিচার অনেকটা মেসেঞ্জারের ‘ইওর স্টোরি’ ফিচারের মতো।

ফেসবুক বর্তমানে খুব খারাপ সময় পার করছে। একের পর এক সমালোচনামূলক কাজের কারণে প্রতিষ্ঠানটির আয় বৃদ্ধির হার আগের চেয়ে অনেক কমে গেছে। এ কারণে নিজেদের মালিকানায় পরিচালিত অন্য সাইটগুলো থেকেও আয় করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে প্রতি মাসে প্রায় ১৫০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। মেসেঞ্জারের মতো এই প্লাটফর্মকেও আয়ের উৎস বানাতে চাইছে ফেসবুক। এ কারণেই বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে তারা।

/এসএফ

হোয়াটসঅ্যাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close