• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

টুইটার থেকে বাদ হচ্ছে ‌‘লাইক’ বাটন

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৮, ১০:৩৪
প্রযুক্তি ডেস্ক

মাইক্রো ব্লগিং সাইট টুইটার তাদের পোস্ট থেকে ‘লাইক’ বাটন উঠিয়ে নিচ্ছে। টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি এ ঘোষণা দিয়েছেন। ফলে এখন থেকে টুইটারে হৃদয় আকৃতির ‘লাইক’ বাটন আর থাকছে না।

দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন এমন তথ্যই জানিয়েছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, এই বাটনটি নিয়ে টুইটার কর্তৃপক্ষ অসন্তুষ্ট। এজন্য তারা এটি উঠিয়ে দিতে চান।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়, শীঘ্রই নয়, তবে কোনো একসময় ‘লাইক’ বাটনটি সরে যাবে।

এদিকে টুইটারের যোগাযোগ দল এ নিয়ে বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমটিতে সহজ ও সুন্দর পরিবেশে কথোপকথনের সুযোগ দিতে চাই। এজন্য সবকিছু নতুনভাবে সাজানোর প্রয়োজন। এর মধ্যে লাইক বাটনের বিষয়টিও রয়েছে।

উল্লেখ্য, মাইক্রো ব্লগিং সাইট টুইটার ২০১৫ সালে প্রথম টুইটারে বর্তমান লাইক বাটনটি চালু করা হয়।

তবে লাইক এর পরিবর্তে কী ইমো যোগ করা তা এখনো জানায়নি তারা। তবে তারা জানিয়েছে এ বিষয়ে আরও খানিকটা চিন্তা-ভাবনা করা হবে।

/রবিউল

টুইটার,জ্যাক ডোরসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close