• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যে কারনে নখে সাদা দাগ হয়!

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০১৮, ১৫:৪৬
পূর্বপশ্চিম ডেস্ক

আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নখ। মাঝে মাঝে লক্ষ্য করলে দেখা যায় যে নখে বেশ কিছু সাদা দাগ। অনেকেই মনে করেন, শরীরে ক্যালসিয়ামের অভাবে নখে সাদা দাগ হয়। এত ভয় পাবার কিছু নেই।

‘punctate leukonychia’ চিকিৎসা বিজ্ঞানে নখের সাদা দাগের নাম। নখে ধাক্কা বা চোট লাগলে অধিকাংশ সময়ে এই দাগের আবির্ভাব হয়। তবে খুব গুরুতর নাও হতে পারে এই আঘাত। এই সাদা দাগ উদ্ভবের কারণ হতে পারে, ক্রমাগত টেবিলে নখ দিয়ে আওয়াজ করা বা দাঁত দিয়ে নখ কাটা। মূলত নখের ক্ষতিগ্রস্ত কোষ হলো এই সাদা দাগগুলো।

সম্পর্কিত খবর

    তবে এটি গুরুতরও হতে পারে, যদি আপনার নখটি পুরো সাদা হয়ে যায়। কেননা শরীরের অন্য কোন বড় সমস্যার জানান দিতে পারে পুরোপুরি সাদা হয়ে যাওয়া নখ। জানান দিতে পারে- লিভার সমস্যা, কিডনী সমস্যা অথবা হার্টের সমস্যার।

    এছাড়াও রক্তে প্রোটিনের স্বল্পতাকেই ইঙ্গিত করে, যখন এই সাদা দাগগুলো সারি দিয়ে থাকে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, যদি আপনার পুরো নখ জুড়ে সাদা দাগ থাকে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close